শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত
এমপিদের সৎভাবে দায়িত্ব পালনের নির্দেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় সংসদ নেতা হিসেবে নির্বাচিত করেছে আওয়ামী লীগের সংসদীয় দল। সংসদ ভবনে বৃহস্পতিবার শপথ শেষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন নবম সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ।
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম উত্থাপন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পরে নবম সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ প্রস্তাবের সমর্থন করেন। বাকি সকল সদস্য করতালি দিয়ে এটির সমর্থন জানান।
বৈঠকের বিষয়বস্তু জানিয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে দলের সংসদ সদস্যদের সৎভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজ নিজ এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন।
চিফ হুইপ জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করবেন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এর ১৫ দিন আগেই সংসদ আহ্বান করা হবে।
অধিবেশন বসার আগেই নতুন সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে বলেও জানান আব্দুস শহীদ।
(দ্য রিপোর্ট/আরএইচ/জেএম/এএল/জানুয়ারি ০৯, ২০১৪)