নবম সংসদ বহাল কিনা আইনি ব্যাখ্যার বিষয় : স্পিকার
দ্য রিপোর্ট প্রতিবেদক : নবম সংসদ বহাল কিনা সেটি আইনি ব্যাখ্যার বিষয় বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘নবম সংসদের সদস্যরা আছেন কী-নেই এটি আইনি ব্যাখ্যার বিষয়। ব্যাখ্যা ভেরি করে। একেকজন একেকভাবে আইনের ব্যাখ্যা করেন।’
এমপিদের শপথ শেষে বৃহস্পতিবার সংসদ ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
নবম সংসদ না ভেঙে দশম সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠানের পর এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
সরকারি দলের দাবি, শপথ গ্রহণের পরই আগের সংসদের সদস্যদের মেয়াদ শেষ হয়ে যায়।
অন্যদিকে, সংবিধান বিশ্লেষকদের মতে- সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ অনুযায়ী বতমান সংসদ বহাল থাকা অবস্থায় নতুন সংসদ সদস্যরা শপথ কিংবা কার্যভার গ্রহণ করতে পারবেন না। শপথ নিলে সংবিধান বিরোধী হবে।
সংবিধানের ১৪৮ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে- শপথ গ্রহণের অব্যবহিত পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে।
(দ্য রিপোর্ট/আরএইচ/এইচএসএম/সা/জানুয়ারি ০৯, ২০১৪)