সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন কমেছে
দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। উত্থান দিয়ে দিনের লেনদেন শুরু হয়ে দিনভর একই প্রবণতা অব্যাহত থাকে। তবে দুপুর দেড়টার পর উর্ধমুখী প্রবণতায় ধীর গতি লক্ষ্য করা যায়।
দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েণ্ট বেড়ে অবস্থান করছে ৪৪০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫১৭ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সম্প্রতি বাজার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে বলে মনে করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই) সাবেক সভাপতি আল মারুফ খান। তবে সব সময় কোম্পানি সম্পর্কে বিশদভাবে জেনে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেন- সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার প্রভাব পুঁজিবাজারে তেমন লক্ষ্য করা যায়নি। তাই বিনিয়োগকারীদের উচিত হবে সব সময়ে দেখে শুনে বিনিয়োগ করা।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গোল্ডেন সনের। দিনশেষে এ কোম্পানির ৩০ লাখ ৪৭ হাজার শেয়ার ২০ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ৫০০ টাকায় লেনদেন হয়েছে।
আগের দিন বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৯১ পয়েন্টে। এ দিন লেনদেন হয় ৫৩৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ২২ কোটি ১১ লাখ ৭৬ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দিনশেষে ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৩ কোটি ১ লাখ টাকা। বুধবার সিএসইতে লেনদেন হয় ৫৩ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ৩০ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএল/সা/জানুয়ারি ৯, ২০১৪)