‘জবিতে অবরোধ ভেঙেই রবিবার থেকে ক্লাস চলবে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রায় দুই মাস পর সচল হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা কার্যক্রম। রাজনৈতিক অস্থিরতায় গত নভেম্বর থেকেই জবিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। তবে অবরোধ ভেঙেই আগামী রবিবার থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষা চলবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
উপাচার্য বলেন, হরতাল-অবরোধের কারণে জবির পুরো শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তাই শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখতে অবরোধ ভেঙেই রবিবার থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা চলবে।
(দ্য রিপোর্ট/এলআরএস/এইচএসএম/সা/জানুয়ারি ০৯, ২০১৪)