বাগেরহাট সংবাদদাতা : সুন্দরবনে বনরক্ষীদের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বনরক্ষীরা দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ গিয়াস বিশ্বাস (২২) নামে এক যুবককে আটক করেছে। বুধবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাইরেঞ্জের চরাপুটিয়া এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে গিয়াসকে মংলা থানায় অস্ত্রসহ সোপর্দ করেছে বন বিভাগ।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশি তৈরি পাইপগান এবং দুই রাউন্ড বন্দুকের গুলি।

গিয়াস নড়াইল জেলার নড়াগাতি উপজেলার খাসিয়াল গ্রামের জাফর বিশ্বাসের ছেলে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী দুপুরে এই প্রতিবেদককে জানান, বুধবার সন্ধ্যায় চরাপুটিয়া এলাকায় বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় একদল বনদস্যু তাদের ওপর গুলি ছোড়ে। বনরক্ষীরাও এ সময় পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে বনদস্যুরা বনের ভেতরে পালানোর চেষ্টা করলে টহলরত বনরক্ষীরা ধাওয়া করে গিয়াস নামে এক বনদস্যুকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ধরে ফেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে বাগেরহাটের মংলা থানায় অস্ত্রসহ সোপর্দ করা হয়েছে।

বন বিভাগের চরাপুটিয়া ক্যাম্পের ওসি মিজানুর রহমান মোল্লা বাদী হয়ে গিয়াসের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

(দ্য রিপোর্ট/এএস/এএস/আরকে/জানুয়ারি ৯, ২০১৪)