জাপানের মিতসুবিসির কারখানায় বিস্ফোরণে নিহত ৫
দ্য রিপোর্ট ডেস্ক : জাপানে মিতসুবিসির একটি রাসায়নিক কারখানায় বৃহস্পতিবার এক বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির।
মধ্য জাপানের ইয়োক্ক্যাইছি শহরের মিয়ে এলাকার ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান মিতসুবিসির পরিচালিত রাসায়নিক কারখানার একটি প্লান্টে এ বিস্ফোরণ ঘটে। এতে আরও ১৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
ইয়োক্ক্যাইছি শহরের ওই প্ল্যান্ট টোকিও থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ প্ল্যান্টে বিশেষজ্ঞরা সিলিকন পদার্থ উৎপাদন করেন।
বিস্ফোরিত প্ল্যান্টের মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানান, সিলিকন উৎপাদনে বিশেষজ্ঞ কর্মীদের হিট এক্সচেঞ্জার ব্যবহারের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, মিতসুবিসি অটোমোবাইল ইলেকট্রনিক্স ও নির্মাণসামগ্রী উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি।
(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/সা/জানুয়ারি ০৯, ২০১৪)