অবরোধেও স্বাভাবিক ভোমরা স্থলবন্দর
সাতক্ষীরা সংবাদদাতা : অবরোধের মধ্যেও স্বাভাবিক রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। বৃহস্পতিবার অবরোধেও যথারীতি আমদানি-রফতানি চলেছে।
ভোমরা স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার উত্তম কুমার বিশ্বাস দ্য রিপোর্টকে জানান, বুধবার অবরোধের মধ্যেও ২৩৬টি পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। ৭টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে।
বৃহস্পতিবারও বন্দরের আমদানি-রফতানি ছিল স্বাভাবিক। দুপুর ১টা পর্যন্ত ৬৫টি মালবাহী ট্রাক বাংলাদেশে আসছে। ৩টি মালবাহী ট্রাক ভারতে গেছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় এর পরিমাণ অনেকটা কম বলে জানান তিনি।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, বিজিবি ও পুলিশের সহযোগিতায় মালামালগুলো তারা গন্তব্যে পৌঁছতে পারছেন।
(দ্য রিপোর্ট/এমআর/এফএস/সা/জানুয়ারি ৯, ২০১৪)