প্রথম সচিব দম্পতি ফয়জুর-নাছিমা
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো এক দম্পতি প্রশাসনের সর্বোচ্চ পদে (সচিব) অধিষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় দ্বায়িত্ব পালন করছেন।
এ দম্পতি হলেন- দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী ও তার স্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাছিমা বেগম।
ফয়জুর রহমান চৌধুরী ২০১২ সাল থেকে দুদকের সচিব হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী নাছিমা বেগম মঙ্গলবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দ্বায়িত্ব পেয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
সচিব দম্পতি উভয়ই ১৯৮২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুমিল্লার ডিসি অফিসে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের মাধ্যমে তাদের কর্মজীবন শুরু করেন। দাম্পত্য জীবনে তাদের দুই পুত্র সন্তান রয়েছে।
(দ্য রিপোর্ট/এইচবিএস/এসবি/সা/জানুয়ারি ০৯, ২০১৪)