মাগুরা সংবাদদাতা : মাগুরা শহরের ছায়াবিথী সড়কে মনিরুজ্জামানের বাসা থেকে ৩৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- মনিরুজ্জামান মনির (৪৫), মাগুরা সদর উপজেলার শ্রীমন্তপুরের মোবাইল মিস্ত্রি ম্যারাডোনা (২৫), পুলিশ লাইনপাড়ার ইব্রাহিম (২৬), ইসলামপুর পাড়ার রায়হান (২৭) ও চুয়াডাঙ্গার পিন্টু (৩৫)।

গোয়েন্দা পুলিশের এসআই বদরুজ্জামান জানান, গোপন সংবাদেরভিত্তিতে ডিবির একটি টিম মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান মনিরের ছায়াবিথী সড়কের (মুচিপাড়া) বাসায় তল্লাশি চালায়। এ সময় দুটি প্লাস্টিকের বস্তা ভর্তি ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এসআই/এফএস/সা/জানুয়ারি ০৯, ২০১৪)