দ্য রিপোর্ট প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলাকে জঘন্য, বর্বরোচিত ও অমানবিক বলে বর্ণনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বিদায় অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধেরবিরোধী শক্তি দেশের পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে-পুড়িয়ে জঘন্য নজির সৃষ্টি করেছে। দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা চলছে। বিএনপি’র প্রত্যক্ষ সহযোগিতায় স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ৭১’এর পরাজয়ের প্রতিশোধ নিতে আন্দোলনের আড়ালে সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেনের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম ও মো. সিরাজুল ইসলাম খান, যুগ্ম-সচিব রূপন কান্তিশীলসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/সা/জানুয়ারি ০৯, ২০১৪)