মানিকগঞ্জ সংবাদদাতা : জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক তোজাম্মেল হক তোজাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার মানিকগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাবাসীকে হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।

দৌলতপুরের বাঘুটিয়া বাজারে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ৬ জানুয়ারি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় তোজাম্মেল হক তোজাসহ বিএনপির বেশ কয়েকজন নেতার নামে মামলা হয়।

এদিকে, হরতালের সমর্থনে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কাজী রায়হান উদ্দিন টুকু, মিজানুর রহমান, আওলাদ হোসেন, সেলিম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এনইউএস/এমএইচও/এমএআর/সা/জানুয়ারি ০৯, ২০১৪)