দ্য রিপোর্ট প্রতিবেদক : অনেক বছর আড়ালে থেকে একেবারেই চলে গেলেন চিত্রনায়িকা অন্তরা। বুধবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর মনোয়ারা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নলিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)। তাকে রাজধানীর আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হয়নি তার।

তার অসুস্থতা কিংবা মৃত্যুর খবর বিএফডিসি বা চলচ্চিত্র জগতের কাউকে জানানো হয়নি। কারণ, চলচ্চিত্র থেকে অনেক আগেই তিনি নিজেকে আড়াল করে ফেলেছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী খোকন এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

‘রঙ্গীন নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তার অভিষেক হয়। বড় হয়ে ‘পাগল মন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভাব ঘটে তার। একে একে ‘প্রেমের কসম’, ‘লেডি র‌্যাম্বো’, ‘আমার মা’, ‘দোলন চাঁপা’, ‘শয়তান মানুষ’, ‘ফজর আলী আসছে’, ‘নাগ-নাগিনীর প্রেম’- প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

(দ্য রিপোর্ট/আইএফ/সা/জানুয়ারি ০৯, ২০১৪)