আম আদমির হেল্পলাইনে কলের হিড়িক
কলকাতা প্রতিনিধি : দিল্লিতে আম আদমি পার্টির দুর্নীতিবিরোধী হেল্পলাইনে তিন ঘণ্টায় ফোন আসল প্রায় ৩০০টি৷ এই হেল্পলাইন নাম্বার বৃহস্পতিবার সকাল থেকে কাজ করতে শুরু করে৷
দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়াল বুধবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ঘোষণা দেন হেল্পলাইন নাম্বারটি৷
দিল্লির ভিজিল্যান্স দফতরের অধীনে থাকবে দুর্নীতিবিরোধী হেল্পলাইন বিভাগ৷
০১১-২৭৩৫৭১৬৯, এ হেল্পলাইনটির ঘোষণা করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘এটি কোনো অভিযোগ নথিভুক্তের নাম্বার নয়, বরং সাহায্য ও উপদেশ আদান-প্রদানের উদ্দেশ্যে চালু করা হল৷ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে হেল্পলাইন নাম্বারটি৷’
কেজরিওয়ালের উপদেশ, ‘কোনো সরকারি কর্মকর্তা ঘুষ চাইলে তা রেকর্ড করুন এবং সঙ্গে সঙ্গেই এ নম্বরে ফোন করে সাহায্য চান৷’
দুর্নীতি রুখতে শপথ গ্রহণের দিনই এ হেল্পলাইন চালু করার কথা ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল৷ ক্ষমতায় বসার পরই এক এক করে নিজের প্রতিশ্রুতিগুলো পূরণ করছেন তিনি৷
(দ্য রিপোর্ট/এসএম/এনডিএস/সা/জানুয়ারি ০৯, ২০১৪)