চট্টগ্রামে ৮ জলদস্যু আটক
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় খাটখালী-কুতুবদিয়ার সাগর থেকে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ৪২ মাঝিসহ বাঁশখালীর দুটি ফিশিং ট্রলার অপহরণ করে জলদস্যুরা। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৮ জলদস্যুকে আটক করে। উদ্ধার করা হয় ৪২ জেলেকে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাছান দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অপহরণের কয়েক ঘণ্টা পরই কোস্টগার্ড অভিযান শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ ৪২ জেলেকে জীবিত উদ্ধারের পাশাপাশি ৮ জলদস্যুকে আটক করে।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/আরকে/জানুয়ারি ০৯, ২০১৪)