জয়াবর্ধনের সেঞ্চুরি, সিলভার আক্ষেপ
দ্য রিপোর্ট ডেস্ক : প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও দারুণ সময় কাটিয়েছে শ্রীলঙ্কা। মাহেলা জয়াবর্ধনের অপরাজিত সেঞ্চুরিতে দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৮ রান করেছে লঙ্কান দল। কিন্তু আক্ষেপ থাকবে কুশল সিভার; অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি।
আগের দিনের (৫৭/১) ২ অপরাজিত ব্যাটসম্যানের মধ্যে কুমার সাঙ্গাকারা দ্বিতীয় দিন সুবিধা করতে না পারলেও ভালো খেলেছেন কুশল সিলভা। ব্যক্তিগত ২৬ রানে সাঙ্গাকারাকে এলবিডব্লউর ফাঁদে ফেলেছেন রাহাত আলী। আর সাঙ্গাকরার পরই দিনেশ চান্দিমালকে (১২) সাজঘরে ফিরিয়েছেন জুনায়েদ খান।
দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন সিলভা। অভিজ্ঞ জয়াবর্ধনের সঙ্গে দারুণ খেলেছেন তিনি। যদিও মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। তারপরও চোখজুড়ানো ইনিংস খেলেছেন এই ক্রিকেটার (৯৫)। মোহাম্মদ হাফিজের বলে আউট হয়েছেন তিনি।
আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন সিলভা। তবে দিন শেষে ১০৬ রানে অপরাজিত আছেন জয়াবর্ধন। আর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ব্যাট করছেন ৪২ রান নিয়ে।
সেঞ্চুরি না পাওয়ায় সিলভা যেমন হতাশ হয়েছেন তেমনি দিন শেষে অখুশি ছিলেন সাঈদ আজমল। ২৭ ওভার বোলিং করেও কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। যদিও ৪৫ রান দিয়েছেন তিনি। আগের টেস্টের দ্বিতীয় ইনিংসেও উইকেটশূন্য ছিলেন এই স্পিনার।
এর আগে প্রথম ইনিংসে ১৬৫ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ৯, ২০১৪)