দ্য রিপোর্ট প্রতিবেদক : কেটে গেছে অনিশ্চয়তার মেঘকালো অন্ধকার। আলোর বলিরেখা দেখা গেছে মুরুশহর দুবাইয়ে। সেখানেই নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট দল নির্ধারিত সময়েই সফরে আসছে বাংলাদেশ। বৃহস্পতিবার আইসিসির সভায় এমন সিদ্ধান্তই হয়েছে। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি জয়ানথা ধরমদাসা বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে জানিয়েছেন তাদের দল পাঠানোর কথা।

এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘শ্রীলঙ্কার প্রতিনিধি জানিয়েছেন, যথাসময়েই সফর করবে শ্রীলঙ্কান ক্রিকেট দল। এ জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে তাদের।’ সঙ্গে যোগ করেছেন, ‘এশিয়া কাপ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারি-মার্চেই বাংলাদেশে এশিয়া কাপও অনুষ্ঠিত হবে। এমনকি পাকিস্তানের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছি এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে।’

এর আগে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘বৈঠক হয়েছে আইসিসির পূর্ণ সদস্যদের নিয়ে। সেখানে আগামী ২০২৩ সাল পর্যন্ত আইসিসি কীভাবে ক্রিকেট এগিয়ে নেবে তা নিয়ে আলোচনা হয়েছে। পরিচালকরা এখানে ছিলেন, শ্রীলঙ্কান বোর্ড সভাপতিও ছিলেন। ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতিও।’

তিনি আরও জানিয়েছেন, ‘বৈঠকে মূলত জিজ্ঞাসা করা হয়েছিল, শ্রীলঙ্কা বাংলাদেশ সফর করবে কিনা। এই মিটিং ও মিটিংয়ের বাইরেও শ্রীলঙ্কান বোর্ড সভাপতি আশ্বস্ত করেছেন, তারা বাংলাদেশে সময় অনুযায়ীই সফর করবে। দ্বিতীয়ত, এশিয়া কাপের কথা উঠেছিল। এশিয়া কাপও সময়মত এখানে হবে। ২৫ ফেব্রুয়ারি শুরু হবে প্রতিযোগিতা।’

জালাল ইউনুস বিসিবি সভাপতির বরাত দিয়ে বলেছেন, ‘পাকিস্তানের অংশগ্রহণের বিষয় উঠেছিল। পাকিস্তানের বোর্ড সভাপতি জিজ্ঞাসা করেছিল, এখানে রাজনৈতিকভাবে তাদের কিছু সমস্যা তৈরি হয়েছিল। তাদের বিরুদ্ধে কিছুটা প্রচারণা হয়েছিল। তারা জানতে চেয়েছিল, তারা খেলতে আসলে এখানে তাদের বাড়তি নিরাপত্তা দেওয়া হবে কিনা। আমাদের বোর্ড সভাপতি, আশ্বস্ত করেছেন যদি পাকিস্তান আসে, অবশ্যই তাদের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তাই দেওয়া হবে। তা ছাড়াও যারা এখানে অংশগ্রহণকারী দেশ আসবে তাদের নিরাপত্তা পর্যবেক্ষক দল বাংলাদেশ ঘুরে যাবে।’

টোয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে জালাল ইউনুস জানিয়েছেন, ‘যেহেতু আইসিসির বোর্ড মিটিং না। পূর্ণ সদস্যরা ছিল শুধু। টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হয়নি। বোর্ড সভা ২৫ জানুয়ারি, হয়ত সেখানে আলোচনা হতে পারে।’ উল্লেখ্য, ২০ জানুয়ারি ঢাকায় আইসিসি নিরাপত্তা পরিদর্শক দলের বৈঠক আছে। তার আগে আসবে শ্রীলঙ্কার পরিদর্শক দল।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/সা/জানুয়ারি ৯, ২০১৪)