দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্রবার ও শনিবারের জন্য স্থগিত করা হয়েছে। তবে রবিবার থেকে আবারও অবরোধ চলবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন।
ভিডিওবার্তায় বলা হয়, নির্বাচনের দিন সহিংসতায় নিহত নেতাকর্মীদের জন্য শুক্রবার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচন বাতিলের দাবিতে ১১ জানুয়ারি শনিবার সারা দেশের জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সব কর্মসূচি শেষ হওয়ার পর রবিবার থেকে আবারও অবরোধ চলবে।

প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হয়।

নতুন বছরের প্রথম দিন থেকে ১৮ দলীয় জোট সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। এর আগে, ২৬ নভেম্বর থেকে পাঁচ দফায় মোট ২২ দিনের অবরোধ পালন করে জোট। এর মধ্যে কয়েক দফা হরতালের ডাক দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএইচ-টিএস/এমএআর/জানুয়ারি ০৯, ২০১৪)