চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নাসির উদ্দিন (২৮) নামের একজনকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষরা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হলুদিয়া ইউনিয়নের আমিরহাটে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে নাছির উদ্দিন নামের একজনকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/সা/জানুয়ারি ০৯, ২০১৪)