জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে দুলাভাই কামাল হোসেনের হাতে তিন বছরের শ্যালক আসাদুল খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের জুনেয়েরচর গ্রামের বাদশা আলীর ছেলে কামাল হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বোয়াতলী গ্রামের শাখাত আলীর মেয়ে কোহিনুর বেগমকে দুই বছর আগে বিয়ে করেন।

তিন মাস আগে স্ত্রী কোহিনুর বেগম ওমান চলে যান। সেখানে যাওয়ার পর স্বামীর পরিবর্তে পিতা-মাতার নামে টাকা পাঠান। সেই টাকা না দেওয়াতে ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছেন বলে কামাল হোসেন পুলিশকে জানান।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/সা/জানুয়ারি ০৯, ২০১৪)