সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে স্ত্রীর যৌতুকের মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

উপজেলা সদর থেকে বৃহস্পিতবার রাত ৭টায় তাকে গ্রেফতার করা হয়।

বিশ্বনাথ থানার এসআই মারফত আলী দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার করা আমিনুল ইসলামের স্ত্রী মাহবুবা খানম সুমি বাদি হয়ে তার বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। যার নং-৬(১২)১৩।

ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান মারফত আলী।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/সা/জানুয়ারি -৯, ২০১৪)