সংখ্যালঘু নির্যাতনের মামলা বিশেষ ট্রাইব্যুনালে
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট ও সম্পত্তি দখলের ঘটনায় করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য মামলাগুলোর তথ্য, এজাহার ও অভিযোগপত্রের সত্যায়িত কপি জরুরীভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিটি বৃহস্পতিবার পুলিশ সদর দফতর, সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া দ্রুততম সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিচার নিশ্চিত করতে ‘সংখ্যালঘুদের ওপর সংঘটিত অপরাধ দমন-সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করতে আইন মন্ত্রণালয়ে আরেকটি চিঠি পাঠানো হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন সচিবকে অনুরোধ জানানো হয়েছে।
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিচার করতে এ সংক্রান্ত সব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনকারীদের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেও সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ বুধবার হামলাকারীদের বিচার বিষয়ে মন্ত্রণালয়ের আইন শাখার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের যে সব স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়েছে, সে সব এলাকার দ্রুত বিচারযোগ্য মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার চিঠি পাঠানো হয়।
(দ্য রিপোর্ট/কেজেএন/এনডিএস/সা/জানুয়ারি ০৯, ২০১৪)