চট্টগ্রামে বাঘের মুখে আগুন!
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সৌন্দর্য বাড়াতে টাইগারপাস কৃত্রিম বাঘের মুখে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাঘের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. মঞ্জুর মোর্শেদ জানান, টাইগারপাস এলাকায় জিইসি-আগ্রাবাদ সড়কের পূর্বপাশে নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য স্থাপিত কৃত্রিম বাঘের মুখে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পথচারীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
২০১১ সালে বাংলাদেশে দশম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম নগরীর সৌন্দর্য বাড়ানোর জন্য টাইগারপাস এলাকায় রাস্তার দুই পাশে দুটি কৃত্রিম বাঘ স্থাপন করে সিটি করপোরেশন।
(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/সা/জানুয়ারি ০৯, ২০১৪)