সাতক্ষীরায় ট্রাকে পেট্রোল বোমা, চালক আহত
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের কাছে পিঁয়াজ বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক মুজিবুর রহমান (৪০) আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এর সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, পুলিশি প্রহরায় ভোমরা স্থল বন্দর থেকে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। এ সময় ঢাকা মেট্রো-ট ১৬-২৬৮৯ এই নাম্বারের ট্রাকটি পেছনে পড়ে যায়। এই সুযোগে দুর্বৃত্তরা ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে। বোমাটি ট্রাকের কেবিনের মধ্যে ঢুকে গেলে সামনের অংশে আগুন লাগে। এতে চালক অগ্নিদগ্ধ হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্য (ওসি) ইনামুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখা হবে।
(দ্য রিপোর্ট/এমআর/এপি/জানুয়ারি ০৯, ২০১৪)