জনমত জরিপে এগিয়ে আম আদমি
কলকাতা প্রতিনিধি : দিল্লির ক্ষমতায় বসার পর ভারতের বড় শহরগুলিতেও দ্রুত জনপ্রিয়তা বাড়ছে আম আদমি পার্টির (এএপি)৷ দেশটির একটি ইংরেজি দৈনিক ও আইপিএসওএস’র যৌথ জরিপে এ তথ্য পাওয়া গেছে৷
দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ ও আহমদাবাদ এই আটটি শহরে দুই হাজার ১৫ জনের সঙ্গে কথা বলেছেন জরিপকারীরা। জরিপের তথ্য অনুযায়ী, এই আটটি বড় শহরের ৪৪ শতাংশ বাসিন্দা আগামী লোকসভা নির্বাচনে এএপিকে ভোট দিতে পারেন৷ ২৭ শতাংশ মানুষ বলেছেন, তারা প্রার্থী দেখে তারপর ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন৷
যৌথ সমীক্ষাটিতে দেখা গেছে, প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নরেন্দ্র মোদি অনেকটা এগিয়ে থাকলেও দ্রুত উঠে আসছেন অরবিন্দ কেজরিওয়াল৷
দেশটির আটটি বড় শহরের ৫৮ শতাংশ মানুষ নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে চায়৷ একই পদে মেট্রো শহরগুলির ২৫ শতাংশ মানুষের পছন্দ অরবিন্দ কেরজিওয়াল। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ১৪ শতাংশ মানুষ৷
সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে মোদির চেয়ে কেজরিওয়ালকেই বেশি পছন্দ মুম্বাই ও চেন্নাইয়ের বাসিন্দাদের৷ মোদির শহর আহমদাবাদেও তার চেয়ে এগিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল!
যৌথ সমীক্ষা অনুযায়ী, মেট্রো শহরের ২৫ শতাংশ মানুষ মনে করেন লোকসভা নির্বাচনে ২৫টি আসনে জিততে পারে এএপি৷ ১১ শতাংশ লোক মনে করেন লোকসভায় ১০০টি পর্যন্ত আসনে জিততে পারে কেজরিওয়ালের দল।
তবে সমীক্ষায় এএপির এই প্রবল জনপ্রিয়তাকে বাড়তি গুরুত্ব দিতে রাজি নয় কংগ্রেস ও বিজেপি৷ সমীক্ষাটি আটটি মেট্রো শহরের অভিজাত শ্রেণীর ১৮ থেকে ৪৫ বছর বয়সী ভোটারদের মধ্যে করা হয়েছে৷
(দ্য রিপোর্ট/এসএম/এসকে/জানুয়ারি ১০, ২০১৪)