দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার কেন্দ্র হামা রাজ্যে এক ভয়াবহ কারবোমা হামলায় অন্তত ১৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর আল জাজিরার।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আল-কাফ্ফাত গ্রামে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, হামলার ফলে এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিদ্রোহী ও আল কায়েদা সংযুক্ত যোদ্ধাদের মধ্যকার সংঘর্ষে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবার আল দানা শহরে আল কায়েদা সংযুক্ত যোদ্ধা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।

(দ্য রিপোর্ট/এসকে/শাহ/জানুয়ারি ১০, ২০১৪)