খুলনায় তরুণীর মৃতদেহ উদ্ধার
খুলনা সংবাদদাতা : খুলনার ফুলতলা উপজেলার র্যাড়ীপাড়ার ঈদগাহ মাঠের পাশে মাছের ড্রামের মধ্য থেকে অজ্ঞাত এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়রা দেখে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলটি খুলনা-যশোর সড়কের পাশে।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, তরুণীকে ধর্ষণ করে অন্য এলাকা থেকে কেউ এ স্থানে ফেলে রেখে গেছে। তরুণীর পরনে সালোয়ার-কামিজ ও সোয়েটার রয়েছে। গলায় দাগ দেখে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মাছের ড্রামে ভরে এখানে ফেলে রাখা হয়েছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস ফকির জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে, তাতে ধর্ষণের আলামত রয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করা হবে।
(দ্য রিপোর্ট/এটি/এএস/শাহ/জানুয়ারি ১০, ২০১৪)