চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে আটক ২৬
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে নগর ও জেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে পুলিশ ২৬ জনকে আটক করে। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার জানান, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ফটিকছড়ি থেকে জামায়াত-শিবিরের ১৬ কর্মীকে আটক করে যৌথবাহিনী। আটকদের পরিচয় পাওয়া যায়নি।
এ ছাড়া সাতাকানিয়া থেকে ৫, লোহাগাড়া থেকে ৩, নগরীর আকবর শাহ এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এএস/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)