অবশেষে ভারতের পথে দেবযানী
দ্য রিপোর্ট ডেস্ক : নিউইয়র্কে ভিসা জালিয়াতির ঘটনায় আটক ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে অবশেষে ভারতের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছেড়েছেন।
এর আগে, বৃহস্পতিবার তাকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে দেবযানী ভারতের উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ আকবারুদ্দিন জানান, যুক্তরাষ্ট্র ছাড়ার সময় দেবযানী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ফের নিজেকে নির্দোষ দাবি করেন।
দেবযানী তার পাশে থাকার জন্য ভারত সরকার বিশেষ করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, ভারতের জনগণ ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান তিনি।
তবে দেবযানীর বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। তবে পূর্ণ কূটনীতিক নিরাপত্তায় দেশে ফিরছেন দেবযানী। যুক্তরাষ্ট্র ফিরে গেলে ফের বিচারের মুখোমুখি হতে হবে তাকে।
গতমাসে ভিসা জালিয়াতি ও গৃহকর্মীকে কম বেতন দেওয়ার অভিযোগে নিউইয়র্কে গ্রেফতার করা হয় দেবযানীকে।
গ্রেফতারের পর তাকে হতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় ও বিবস্ত্র করে তল্লাশি চালানো হয়। দেবযানীকে হেনস্তা করায় যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ায় দাবি জানায় ভারত।
দেবযানী অবশ্য সব সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/কেএন/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)