রিয়ালের জয়
দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের কোপা দেল রের শেষ ষোলর প্রথম লেগে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা ও জেসে রদ্রিগেজের গোলে আনচেলত্তির দল ২-০ ব্যবধানে হারিয়েছে ওসাসুনাকে।
সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথিদের কোনো ধরনের সুযোগ দেয়নি রিয়াল। বরং খেলার শুরু থেকে শেষ পর্যন্ত তাদের ওপর আধিপত্য বজায় রেখেছে স্বাগতিকরা।
ক্রিশ্চিয়ানো রোনালদো, গেরেথ বেলে ও আরবেলোয়ারা থাকলেও খেলায় আলো ছড়িয়েছেন বেনজেমা ও তরুণ ফুটবলার রদ্রিগেজ। ১৯ মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড বেনজেমা। লুকা মরিচের ফ্রি কিকে মাথা ছুঁয়ে লক্ষ্যভেদ করেছেন তিনি।
বেনজেমার গোলের জন্য এই অর্ধে এগিয়ে থেকেই বিরতিতে গেছে রিয়াল। আর বিশ্রামের পরও নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে ওসাসুনা। তাই বলে প্রতিপক্ষকে সুযোগ দেয়নি তারা। ৬০ মিনিটে আবারও ব্যবধান দ্বিগুণ করেছে স্বাগতিকরা।
রোনালদোর পাস থেকে জোড়ালো শটে জালে বল পাঠিয়েছেন রদ্রিগেজ। ২ অর্ধ মিলে ৩ বার গোলের সুযোগ পেয়েছেন পর্তুগিজ উইঙ্গার। কিন্তু প্রতিবারই নিয়েছেন চওড়া শট। তারপরও উৎফুল্ল হৃদয়েই মাঠ ছেড়েছেন তিনি। কারণ জয় পেয়েছে দল।
(দ্য রিপোর্ট/সিজি/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)