চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে এক মাদ্রাসা শিক্ষক খুন হয়েছেন। অপর এক ঘটনায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পটিয়া থানার ওসি মফিজ উদ্দিন জানান, খরনা ইউনিয়নের শাহচান আউলিয়া এতিমখানা ও হেফজখানার প্রধান শিক্ষক মৌলভী আবদুল আজিজ হেফজখানার পাশে একটি রুমে থাকতেন। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে শোবার ঘর থেকে বের করে এতিমখানার সামনে নিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর মৃতদেহটি এতিমখানার সেফটিক ট্যাংকে ফেলে যায়। সকালে বিষয়টি জানার পর স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, নগরীর পতেঙ্গা থানার স্টিল মিল এলাকা থেকে পুলিশ এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে।

নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, গলায় ফাঁস দিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রুমা আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। শুক্রবার সকাল ৯টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

গৃহবধূ রুমা পিরোজপুর জেলার মিঠাখালী থানার মো. রিয়াজের স্ত্রী। তারা নগরীর স্টিল মিলের খাল পাহাড় এলাকার রতন বিল্ডিংয়ে ভাড়া থাকতেন।

(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এএস/আরকে/এএল/জানুয়ারি ১০, ২০১৪)