দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর থানাধীন দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে আনিকা নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব)-২। এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে অপহরণকারী মো. নাছির উদ্দিন নাছেরকে আটক করা হয়েছে।

বিষয়টি শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়।

জানা গেছে, এক বছর ২ মাস বয়সের আনিকাকে গত ৩ জানুয়ারি সাড়ে ৭টার দিকে আদাবর থানার সুনিবিড় হাউজিং থেকে অপহরণ করে নাছির।

অপহরণের পর থেকে বিভিন্নভাবে আনিকার বাবা-মাকে হুমকি দেয় অপহরণকারী নাছির। মুক্তিপণ হিসেবে ১ থেকে দেড় লাখ টাকা দাবি করে টাকা দেওয়ার জন্যে একটা বিকাশ নাম্বারও দেওয়া হয়। অন্যথায় শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারী।

কোনো উপায় না দেখে আনিকার গরিব মা, বাবা র‌্যাব-২ কার্যালয়ে অভিযোগ করেন। তাদের কাছে বিস্তারিত শুনে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে র‌্যাব-২ এর একটি দল। এরই ধারাবাহিকতায় ৯ জানুয়ারি মধ্যরাতে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে অপহরণকারীকে আটক করা হয়।

অপহরণকারীকে আটকের পর সেখানে শিশুটিকে পাওয়া যায়নি। অপহরণকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির অবস্থান জানতে পারে র‌্যাব। এরপর শুক্রবার দুপুর একটায় মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার জনৈক ফাতেমা খাতুনের বাসা থেকে আনিকাকে উদ্ধার করা হয়।

আনিকার মা জানান, হোটেলে এক সঙ্গে কাজ করার সুবাদে নাছির উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। তিনি আনিকাকে নিয়মিত কোলে নিতেন এবং আদর করতেন। কিন্তু হঠাৎ করে ৩ জানুয়ারি তিনি একইভাবে কোলে নিয়ে আর ফেরত আসে না। পরে তিনি মোবাইলে জানান, আনিকাকে অপহরণ করেছেন এবং মুক্তিপণ দাবি করেন।

তিনি জানান, তার স্বামী একজন রিকশাচালক, আর নিজে হোটেলে কাজ করেন ।

আটক নাছির উদ্দিন (৩২) কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আতাকরা গ্রামের বজলুর রহমানের ছেলে।

(দ্য রিপোর্টি/আরএ/এনডিএস/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)