বগুড়ায় ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী আটক
বগুড়া সংবাদদাতা : বগুড়া মাটিডালি মোড় থেকে ৮০৩ বোতল ফেনসিডিলসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার ভোরে র্যাব-১২-এর টহল দল এসব ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীদের আটক করে।
র্যাব-১২-এর বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব এবং স্কোয়াড কমান্ডার এএসপি আবু সাঈদের নেতৃত্বে নিয়মিত টহল দল বগুড়া সদর থানাধীন মাটিডালী বিমান মোড়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে বস্তাভর্তি ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকরা হলো- দিনাজপুর জেলার কোতোয়ালি থানার কাঞ্চন কলোনি এলাকার সত্যেন চন্দ্র দাসের ছেলে রুবেল চন্দ্র দাস ( ২১), একই জেলার বিরল থানার বসন্তপুর গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (২০) ও শরিয়তপুর জেলার জাজিরা থানার গোপালপুর এলাকার মুগ হাফেজ ব্যাপারীর ছেলে মিজান ব্যাপারী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম ফয়জুর রহমান দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, র্যাব বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা করেছে।
(দ্য রিপোর্ট/এইচ/এএস/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)