কেনিয়ায় বিমান হামলায় আল-শাবাবের ৩০ সদস্য নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : সোমালিয়ায় আল-শাবারের ঘাঁটিতে কেনিয়ার চালানো বিমান হামলায় আল-শাবারের কমান্ডারসহ ৩০ জন নিহত হয়েছেন।
কেনিয়া-ইথিওপিয়া সীমান্তের কাছে গারবারাহি এলাকায় এ হামলা চালানো হয়।
স্থানীয় গণমাধ্যমে নিহতের সংখ্যা ১০ জন বলা হলেও সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
কেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, এ বিমান হামলায় আল-শাবাবের পাঁচটির বেশি যান ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে। তবে নিহত আল-শাবাব সদস্যদের নাম জানানো হয়নি।
তবে এ হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে আল-শাবাব মুখ খোলেনি।
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাবের মোকাবেলায় জাতিসংঘ সমর্থিত সোমালিয়ার সরকারকে সহযোগিতা করতে দেশটিতে কয়েক হাজার কেনিয়ান সেনা রয়েছে।
এ জন্য গত বছরে কেনিয়ার রাজধানী নাইরোবিতে আল-শাবাব হামলা চালায়। এ হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত হয়। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ আরকে/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)