জমে বরফ নায়াগ্রা জলপ্রপাত
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডায় আঘাত হানা ভয়াবহ শৈত্যপ্রবাহ ও তুষার ঝড়ের কারণে কোনো কোনো জায়গায় তাপমাত্রা রেকর্ড পরিমান কমে গিয়েছিল।
কোনো স্থানে তাপমাত্রা এতোটাই কমে গিয়েছিল যে, ফুটন্ত এক কাপ পানি উপরে ছুঁড়ে ফেলার পর হাতে আসার আগেই তা জমে বরফ হয়ে যাচ্ছিল।
এই রেকর্ড নিম্ন তাপমাত্রায় যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতও জমে বরফ হয়ে যায়।
নায়াগ্রা জলপ্রপাতের একাংশ। ছবিটি ২০১৪ সালের ৮ জানুয়ারি তোলা।
জলপ্রপাতের পানি নিচে পড়ার আগেই বরফ হয়ে যাচ্ছে।
নায়াগ্রা জলপ্রপাতের নিচে অবস্থিত রেইবো ব্রিজের নিচের পানিও জমে বরফ হয়ে গেছে।
নায়াগ্রা জলপ্রপাতের পাশে স্টেট পার্কের ছবি।
মাইনাস ডিগ্রি তাপমাত্রাও থামাতে পারেনি পর্যটকদের।
গরমের সময় স্বাভাবিক নায়াগ্রা জলপ্রপাত।
এর আগেও প্রচণ্ড শীতে জমে বরফ হয়েছিল নায়াগ্রা জলপ্রপাত। ছবিটি ১৯১১ কিংবা ১৯১২ সালে তোলা।