দ্য রিপোর্ট ডেস্ক : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দেবেন গৌতম গম্ভীর। একইসঙ্গে বলিউড বাদশা শাহরুখ খানের মালিকানাধীন দল ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিনকে ক্লাবে রেখে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ২ জনকে নিলামে তুলবে না দলটি।

২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলস থেকে কলকাতায় যোগ দেওয়ার পর কেকেআরকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন গৌতম। এবারও তার ওপরই আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। ২০১২ সালে তার নেতৃত্বেই প্রথমবারের মতো প্রতিযোগিতার শিরোপা জিতেছে কলকাতা।

চেন্নাই সুপার কিংসও দলে ৫ তারকা ক্রিকেটারকে রেখে দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা হলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, সুরেশ রায়না ও রবিচন্দ্রন অশ্বিন। তবে সপ্তম আসরে চেন্নাই নিলামে উঠাবে মাইকেল হাসি, অ্যালবিল মর্কেল ও মুরালি বিজয়কে।

এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিলামে উঠাবে না বিরাট কোহলি, ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সকে। আর রাজস্থান রয়্যালস দলে রেখে দেবে শেন ওয়াটসন, জেমস ফুকনার, সঞ্জু স্যামসন, আজিঙ্ক্য রাহানে ও স্টুয়ার্ট বিনিকে।

(দ্য রিপোর্ট/সিজি/জানুয়ারি ১০, ২০১৪)