চট্টগ্রামে কেইপিজেড সংঘর্ষ
৬ হাজার শ্রমিককে আসামি করে মামলা
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম পটিয়ায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এর ইয়ং-ওয়ান নামের জুতো ফ্যাক্টরির শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় ৬ হাজার জনকে আসামি করে শুক্রবার দুপুর ৩টায় মামলা করেছ পুলিশ।
এদিকে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত পারভীন আক্তারের পরিবারকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কারখানা কতৃপক্ষ।
কেইপিজেড চেয়ারম্যান বিগ্রেডিয়ার হাসান মাসুদ বলেন, ‘নিহত শ্রমিক পারভীন আক্তারের পরিবারকে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
পটিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় ৬ হাজার জনকে আসামি করে পটিয়া থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে কেইপিজেডের পার্শ্ববর্তী এলাকা পণ্ডিত পাড়া গ্রামের পারভীন (২০) নামে এক নারী শ্রমিক নিহত হন। এ সময় ১৩ জন গুলিবিদ্ধ ও পুলিশসহ আহত হয়েছে ৩৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬০ রাউন্ড গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে।
পরে অতিরিক্ত অর্ধ শতাধিক পুলিশ, বিজিবি ও র্যাব ৭ এর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এমসি/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)