১৭ লাখ রুপি আগুনে পোড়ালো দুইবোন
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ব্যাংক থেকে ১৭ লাখ রুপি তুলে ব্যাংকের সামনেই তা পুড়িয়ে দিয়েছেন দুইবোন।
পাঞ্জাবের ঝেলুম বিলাল শহরের পাকিস্তানের ন্যাশনাল ব্যাংকের চাক নাসা শাখায় তিনবছর আগে ১৭ লাখ রুপি স্থায়ী আমানত হিসেবে রাখেন তারা। ঝেলুমের জেলা পুলিশ কর্মকর্তা আফজাল ভট্ট এ কথা জানান।
নাহিদ (৪০) ও রুবিনা (৩৫) নামে ওই দুইবোনকে ব্যাংক কর্তৃপক্ষ তলব করলে তারা ওই অর্থ তুলে ব্যাংকের সামনেই পুড়িয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা তাদের থামানোর চেষ্টা করলে বড় বোন নাহিদ পিস্তল হাতে নিয়ে তাদের প্রতিহত করেন। এ সময় নাহিদ বলেন, তাদের যা ইচ্ছা তাই করার অধিকার আছে।
মুহূর্তের মধ্যেই বিপুল সংখ্যক মানুষ তাদের চারপাশে জমে যায়। তবে অসহায় চোখে নোটগুলো পুড়তে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোড়া ছাই সংগ্রহ করেছে।
বাবার মৃত্যুর পর সম্পদ বিক্রি করে ওই অর্থ ব্যাংকে রেখেছিলেন তারা। অবিবাহিত ওই দুই বোন মানসিক সমস্যায় ভুগছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সূত্র: পিটিআই।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/জানুয়ারি ১০, ২০১৪)