সাপ্তাহিক গেইনারে ন্যাশনাল টিউবস
দ্য রিপোর্ট প্রতিবেদক: লেনদেন হওয়া ৪ কার্যদিবসে শেয়ার দর বাড়ায় সপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ার দর ২০.৪১ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের ৪ কার্যদিবসে কোম্পানিটির মোট ৬ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ১ কোটি ৭২ লাখ ৬৫ হাজার টাকার। বৃস্পতিবার লেনদেন শেষে এ শেয়ারের দর ৮৮.৫ টাকায় অবস্থান করছে।
এ কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৬ টাকা। এ ছাড়া গত ৩ বছরে এ কোম্পানিটি উল্লেখ করার মতো ব্যবসায়িক ফলাফল করতে পারেনি। তবে ২০১৩ সালের ৩০ জুন শেষে এ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ৩১১.৭৬ টাকা।
ন্যাশনাল টিউবস ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এর মোট ১ কোটি ৮০ লাখ ১৮ হাজার শেয়ারের মধ্যে সরকারের কাছে ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৫৩ শতাংশ ও বাকি ২৮.৪৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)