দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএসপিএ-ওয়ালটন বর্ষসেরা পুরস্কার ‘২০১১-১২’ শনিবার বিকেল ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮ জন ক্রীড়াবিদ, পৃষ্ঠপোষক ও সংগঠকের হাতে সম্মাননা তুলে দেবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএসের অধীনস্থ বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি ১৯৬২ সালে গঠিত হওয়ার পর থেকে দেশের ক্রীড়াবিদদের কৃতিত্বের জন্য প্রতিবছর সম্মাননা দিয়ে আসছে। বিএসপিএর এই সম্মাননা খেলোয়াড়দের কৃতিত্বের একটি বড় স্বীকৃতি।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)