দ্য রিপোর্ট প্রতিবেদক : নাটক নির্মাণ করে বেশ আলোচিত হয়েছেন মাহমুদ দিদার। বর্তমানে ভাবছেন চলচ্চিত্র নিয়ে। চলছে চিত্রনাট্যের কাজ।

বর্তমান ব্যস্ততা নিয়ে মাহমুদ দিদার বলেন, ‘আমি এখন যমুনা টেলিভিশনে কর্মরত। কয়েকটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। এর পাশাপাশি চলছে চলচ্চিত্রের প্রস্তুতি। এখন চিত্রনাট্য তৈরি করছি। আশাকরি তিন চার মাসের মধ্যে কাজ শুরু করতে পারবো। এদিকে এনটিভির জন্য একুশে ফেব্রুয়ারির ওপর একটি নাটকের পরিকল্পনা করছি। নাম এখনও চূড়ান্ত হয়নি।’

তিনি আরও বলেন, ‘এবারের বইমেলায় আমার লেখা একটি বই প্রকাশ পাবে। তাছাড়া ফেব্রুয়ারিতে ‘গডফাদার’ নামে একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করব।

একসঙ্গে এতোকিছু করতে সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না। তা হবে না। সে সময় চলচ্চিত্র নিয়েই ভাববো।’

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/এনআই/জানুয়ারি ১০, ২০১৪)