দ্য রিপোর্ট প্রতিবেদক : গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সোহেল রানা অভিনীত ‘৭১ এর গেরিলা’ চলচ্চিত্র। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছিলেন মিজানুর রহমান শামীম। একই পরিচালকের নতুন চলচ্চিত্রে অভিনয় করবেন সোহেল রানা। তবে চলচ্চিত্রটির নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক।

নতুন চলচ্চিত্র নিয়ে শামীম দ্য রিপোর্টকে বলেন, ‘গত বছর একটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণ করেছিলাম। এখন একটি কমার্শিয়াল চলচ্চিত্র করার প্রস্তুতি নিচ্ছি। প্রি-প্রোডাকশনের কাজ চলছে। গাজীপুরের একটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এনায়েত ভাই আমাকে গল্পের লাইন আপ দিয়েছেন। অ্যাকশন চলচ্চিত্র। আমার খুব ভাল লেগেছে।’

অ্যাকশন চলচ্চিত্র কেন তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি রোমান্টিক চলচ্চিত্র বানাতে পারি না। অ্যাকশনের দিকেই আমার বেশি ঝোঁক। এরমধ্যে সোহেল রানা ভাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে। উনি কাজ করবেন। আলেকজান্ডার বোও থাকছেন। সাইমন, আঁচল, অমিত হাসানের সঙ্গেও আলোচনা চলছে।’

রাজনৈতিক অস্থিরতায় মুক্তি পাওয়া ‘৭১ এর গেরিলা’ মুক্তির পরপরই মুখ থুবড়ে পড়ে। এ প্রসঙ্গে মিজান বলেন, ‘আমি তো ভালভাবেই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলাম। ব্যবসা ভাল না করলে কি করবো? আর আমি একটা পাগল। পাগল না হলে কেউ রাজনৈতিক অস্থিরতায় চলচ্চিত্র প্রদর্শন করার সাহস দেখায়? সে সময় কিছু অতি উৎসাহী লোকের প্ররোচণায় চলচ্চিত্রটি মুক্তি দিয়েছি।’

নির্মাতা সূত্রে আরও জানা যায়, আগামী সপ্তাহে চলচ্চিত্রটির নাম নিবন্ধণ করা হবে।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)