দ্য রিপোর্ট ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দৈন্য কাটিয়ে উঠেছে পাকিস্তান। অধিনায়ক মিসবাহ উল হক ও ইউনিস খানের অপরাজিত হাফসেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে তারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের শুরুটা আহামরি ছিল না পাকিস্তানের। দলীয় ১৯ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছে দলটি। সাজঘরে ফিরেছেন আহমেদ শেহজাদ (৯), খুররম মাঞ্জুর (৬) ও মোহাম্মদ হাফিজ (১)। প্রথম জনকে হেরাথ ও বাকি ২ জনকে আউট করেছেন প্রদীপ।

শুরুতে ধাক্কা খেলেও পরে কোনো সমস্যা হয়নি পাকিস্তানের। কারণ মিসবাহ ও ইউনিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে দিনের বাকিটা সময় কোনো ঝামেলা ছাড়াই শেষ করেছে পাকিস্তান। ২ জনেই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। ইউনিস অপরাজিত ৬২ রান করেছেন। আর মিসবাহর ব্যাট থেকে এসেছে হার না মানা ৫৩ রান। তাদের কল্যাণেই ৩ উইকেট হারিয়ে ১৩২ করতে পেরেছে পাকিস্তান।

এর আগে প্রথম ইনিংসে মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরিতে গুটিয়ে যাওয়ার আগে ৩৮৮ রান করেছে শ্রীলঙ্কা। আর পাকিস্তান অলআউট হয়েছিল ১৬৫ রানে (প্রথম ইনিংস)।

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)