বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের লামায় জীবন রহমান কাউছার (৪২) নামে এক ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়দানকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

লামা উপজেলা বাজারে শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক জীবন লামা পৌর এলাকার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মৃত সালাউদ্দিনের ছেলে।

দ্য রিপোর্টের কাছে বিষয়টি স্বীকার করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান খান জানান, ব্রিগেডিয়ার জেনারেল সেনা কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসবি/এনআই/জানুয়ারি ১০, ২০১৪)