মেহেরপুরে হেরোইনসহ এক নারী আটক
মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামে ১০ গ্রাম হেরোইনসহ শিরিনা নামের এক নারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শিরিনা ওই গ্রামের সিহাব আলীর স্ত্রী। তাকে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আটক করা হয়।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, গাংনীর শিশিরপাড়ার শিরিনা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা করা হয়।
(দ্য রিপোর্ট/এমআর/এমএইচও/এসবি/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)