বিজ্ঞান জাদুঘরে বৃহস্পতি পর্যবেক্ষণ
দ্য রিপোর্ট ডেস্ক : দূরবীক্ষণযন্ত্রের মাধ্যমে বৃহস্পতি গ্রহ এবং এর চারটি চাঁদ দেখার জন্য ক্যাম্পের আয়োজন করেছে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। শনি ও রবিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ পর্যবেক্ষণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া রবিবারে সৌরজগতের ওপর একটি বক্তৃতা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে জাদুঘরে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়, ঠিক সন্ধ্যায় পূর্ব আকাশে তাকালে একটি উজ্জ্বল জোতিষ্ক দৃশ্যমান হয়। এটি দেখতে তারার মতো দেখালেও আসলে কোনো তারা নয়। এটিই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। এটি খালি চোখেই দেখা যায়, তবে টেলিস্কোপের সাহায্যে দেখলে এর ৪টি উপগ্রহও দেখতে পাওয়া যায়। এটি ৫ জানুয়ারি সূর্যের বিপরীতে অবস্থান করছিল বলে সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার সময় এটি পূর্ব আকাশে উদিত হয়। এটিকে আগামী কয়েকদিন আরো বড় আকারে দেখা যাবে বলে বিজ্ঞান জাদুঘর টেলিস্কোপের সাহায্যে সর্বসাধারণের জন্য এটি দেখাবার উদ্যোগ নিয়েছে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জানুয়ারি ১১, ২০১৪)