কুমিল্লায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার রাত ২টা ১৫ মিনিটের দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের আউটারে মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী ইরফানুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে রাতেই একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, এ ঘটনায় কুমিল্লা রেলস্টেশনে চট্টগ্রামগামী মহানগর গোধূলি ও ফেনী রেলস্টেশনে ঢাকাগামী ঢাকা মেইল আটকা পড়ে।
(দ্য রিপোর্ট/জেপি/এএস/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)