জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ দলের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে জয়পুরহাট সদর থানায় দুজন, পাঁচবিবিতে তিনজন, ক্ষেতলালে একজন ও কালাই থানায় নয়জন রয়েছেন। এদের মধ্যে জামায়াতের সাত, শিবিরের তিন ও বিএনপির পাঁচ কর্মী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম দ্য রিপোর্টকে জানান, জেলার বিভিন্ন স্থানে হামলা ও নাশকতা সৃষ্টির দায়ে তাদের আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএ/এএস/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)