দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাশিয়া গঠনমূলক সম্পর্ক অব্যাহত রাখবে। চলতি বছরের ৫ জনুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইতার তাস এ খবরটি জানিয়েছে।

তবে প্রধান বিরোধী দলের বর্জনের মধ্যদিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় রাশিয়া দুঃখপ্রকাশ করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাশিয়া গঠনমূলক সম্পর্ক অব্যাহত রাখতে প্রস্তুত।

দেশের গণতন্ত্র সুদৃঢ় করতে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ ও বিরোধী দল সংবিধানের বাইরে যাবে না বলেও আশা প্রকাশ করেছে রাশিয়া।

চলতি বছরের ৫ জানুয়ারি বিরোধী দলের নির্বাচন বর্জন, ভোটকেন্দ্রে আগুন ও সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন। এ সব সহিংসতায় দেশজুড়ে ১৯ জন নিহত হন।

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)