রাজশাহী সংবাদদাতা : রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনিরসহ ১৮ দলের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর টিকাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া দ্য রিপোর্টকে বলেন, পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলায় গ্রেফতার এড়াতে রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ নেতারা গা-ঢাকা দিয়েছেন। এরপর থেকে অ্যাডভোকেট কামরুল মনির জেলা ও নগর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচি সংগঠিত ও ঘোষণা করছেন। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। কোনো মামলায় গ্রেফতার করা হবে কিনা, তা পরে দেখা হবে।

তিনি বলেন, শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নগরীজুড়ে ভাঙচুর ও নাশকতার আশঙ্কায় রাতে পুলিশি অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়েছে।

এদিকে রাতে পুলিশি অভিযানে আটক করা হয়েছে আরও ১৯ জনকে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত, পলাতক, সন্দেহভাজন ও আরএমপিওভুক্ত আসামি রয়েছে। শনিবার দুপুরের মধ্যে তাদের আদালতে চালান দেওয়া হবে। কামরুল মনির ছাড়া অন্য আটকদের মধ্যে বোয়ালিয়া থানায় ১৪ জন, নগরীর মতিহার থানায় ৪ জন এবং রাজপাড়া থানায় একজন রয়েছেন। আটকদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)