চট্টগ্রামে মালয়েশিয়া পাচারকালে ৬৫ জন উদ্ধার
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে মালয়েশিয়া পাচারকালে দুটি আবাসিক হোটেল থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে তাদের উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ দ্য রিপোর্টকে জানান, মালয়েশিয়া পাচারের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ৬৫ জনকে জড়ো করে বহদ্দারহাটে দুটি হোটেলে রাখে দালাল চক্র। গোপন সংবাদ পেয়ে পুলিশ সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটকদের মধ্যে দুলাল নামে একজন দালালও আছে।
ওসি আরও জানান, মালয়েশিয়া যাওয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে ৭০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে চক্রটি। উদ্ধারকৃতদের বেশির ভাগের বাড়ি উত্তরাঞ্চলে।
(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/এএল/জানুয়ারি ১১, ২০১৪)